একলাখ ডলার আত্মসাতের অভিযোগে বেনাপোল পোর্ট থানার এএসআই বরখাস্ত
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :যশোরের বেনাপোল সাদীপুর সীমান্ত এলাকায় হাফিজুর নামে এক চোরাকারবারীর কাছ থেকে ১ লাখ মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে বেনাপোল পোর্ট থানার এএসআই মেজবাহ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, বুধবার রাতে হাফিজুর নামে এক চোরাকারবারী বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বেলতলা নামক স্থানে এএসআই মেজবাহ উদ্দিন ও মোক্তার হোসেন নামে এক ব্যক্তি অস্ত্রের মুখে হাফিজুরের গতিরোধ করে। পরে তার কাছ থেকে ১ লাখ মার্কিন ডলার কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেয় তারা। এ ঘটনা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারলে এএসআই মেজবাহ উদ্দিনকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করেছেন। তবে মেজবাহ উদ্দিনকে গতকাল থেকে পলাতক রয়েছেন বলে পোর্ট থানা পুলিশ জানায়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডলার আত্মসাতের ঘটনায় এএসআই মেজবাহ উদ্দিনকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তবে তাকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।